মাদারীপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের নেতৃত্বে জেলা শহরের চরগুরিয়া এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। এছাড়া মাদারীপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে যোগ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউল হক বাবলু খালাসী, শিরখাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান সান, কৃষক দলের শিরখাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালোয়ার মাতুব্বর, ইউনিয়ন বিএনপির মোঃ সোহেল মাতুব্বর এবং শিরখাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ নাজমুল হোসেন।
এসময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র রক্ষায় অবদান এবং ত্যাগের কথা তুলে ধরেন। তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।