মনা যশোর প্রতিনিধিঃ
ইং- ২৬/০৯/২০২৫ খ্রিঃ ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হলো যশোর, মাগুরা, নড়াইল,ঝিনাইদাহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস হতে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীবৃন্দের বহুনির্বাচনি(MCQ) পরীক্ষা।
সকাল ১০.০০ ঘটিকায় এএসআই(নিরস্ত্র) হতে এসআই(নিরস্ত্র) এবং বিকাল ১৫.০০ঘটিকায় কনস্টেবল/নায়েক হতে এএসআই(নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি(MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যশোর কেন্দ্রের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি(MCQ) পরীক্ষা পরিচালনা করেন জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা ও সভাপতি বহু নির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটি, যশোর কেন্দ্র।
পরীক্ষা গ্রহণ শেষে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পরীক্ষার সকল ইনভিজিলেটরগণকে আন্তরিক ধন্যবাদ জানান এবং একই সাথে এতো সুন্দর একটি পরীক্ষা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও যশোর জেলা সাব-কমিটির সদস্য জনাব রওনক জাহান মহোদয়কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউর রহমান, পুলিশ সুপার, পিটিসি খুলনা, জনাব শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা সহ যশোর জেলার অন্যান্য অফিসাবৃন্দ এবং মাগুরা, ঝিনাইদহ্ জেলা থেকে আগত বিভিন্ন পদমর্যাদার ইনভিজিলেটরগণ সহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অন্যান্য কর্মকর্তাগণ।