মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ৯ নভেম্বর ২০২৫ (রবিবার): গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে সিএমএইচ ঢাকায় মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত কারণে সেনাবাহিনীতে চাকুরীরত কর্পোরাল রিপেন চাকমা মৃত্যুবরণ করেন। তিনি সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল, যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন এবং তাঁর অসুস্থতার জন্য গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
কর্পোরাল রিপেন চাকমার বাড়ি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার উলুছড়ি এলাকায়। গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে মৃতদেহ যথাযথ মর্যাদায় তাঁর নিজ এলাকায় নিয়ে যাওয়ার পর পূর্ণাঙ্গ সামরিক মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তাঁর মৃতদেহের প্রতি সম্মানিত সেনাবাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।