মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৫/১/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বান্দরবান জেলার সদরে ০১ (এক) টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের বিবরণ নিম্নরূপ:
১। দুবাই শপ, সদর, বান্দরবান নামীয় প্রতিষ্ঠানটি বিক্রয় নিষিদ্ধ ক্রিম (Chandni, Goree, 4k plus) বিক্রি ও মোড়কজাত সনদ গ্রহণ ব্যাতিত পণ্য বিক্রির অপরাধে * ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮* অনুযায়ী *৫,০০০/-* টাকা জরিমানা করা হয়েছে।
২। টেস্টি ট্রিট, ৪ নং ওয়ার্ড, সদর, বান্দরবান নামীয় প্রতিষ্ঠানটি পণ্যে মানচিহ্ন অপব্যবহার, সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিত টক দই, কিছু চানাচুর এর ভ্যারিয়েন্ট বিক্রির অপরাধে * বি এস টি আই আইন, ২০১৮* অনুযায়ী *১০, ০০০/-* টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযান বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বুলবুল আকতার সেতু-এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই জেলা অফিস, কক্সবাজার -এর কর্মকর্তা জনাব মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।