মনা যশোর প্রতিনিধিঃ
আজ শনিবার ২৭শে সেপ্টেম্বর ২০২৫, শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে সামনে রেখে উপজেলার মোট ২৯টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পূজায় আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিএনপি স্বেচ্ছাসেবকরাও প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সাংসদ জনাব মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।