মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১২/১১/২০২৫ তারিখে বিএসটিআই, কক্সবাজার ও উপজেলা প্রশাসন, টেকনাফ এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে-
০১) নিউ ঢাকা ফুড, অলিয়াবাদ, টেকনাফ, কক্সবাজার প্রতিষ্ঠানটিকে বিএসটিআই এর মান সনদ ও পণ্য মোড়কজাতকরণ সনদ বিহীন 'কেক, বিস্কুট, ব্রেড' পণ্য' উৎপাদন, বিক্রয়, ও বাজারজাত করার অপরাধে বি এস টি আই আইনে ২৫,০০০/- মাত্র জরিমানা করা হয়।
০২) 'মেসার্স হলি এন্টারপ্রাইজ', বাস স্টেশন, টেকনাফ, কক্সবাজার প্রতিষ্ঠানটি ভেরিফিকেশান সনদ বিহীন ওজন যন্ত্র ব্যবহার করায় তাদের সতর্ক করা হয় এবং অতি দ্রুত সনদ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি জনাব রাকিব হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), টেকনাফ, কক্সবাজার এর নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে প্রসিকিউটর হিসেবে জনাব মো: শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস, এম, রুহুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, কক্সবাজার অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআই, কক্সবাজার এর এরূপ অভিযান অব্যাহত থাকবে।