
মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৩/০৯/২০২৫ তারিখে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনা এর উদ্যোগে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোতে সার্ভিল্যান্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ ) পরিচালিত হয়।
১.আব্দুর রশিদ এন্ড ব্রাদার্স এবং সীমারগো ইন্টারন্যাশনাল ( নতুনহাট মোড়, ঈশ্বরদী পাবনা) লাইসেন্স বিহীন পাউরুটি, টোস্ট বিস্কিট, সল্ট কুকিজ বিস্কিট, ব্রেড বিক্রয় করতে দেখা যায়। তাদের কে দ্রুত লাইসেন্স নিতে পরামর্শ প্রদান করা হয়।
২.খায়রুল ফ্লাওয়ার মিলস (ঈশ্বরদী, পাবনা) এর বকেয়া বিল পরিশোধ করতে বলা হয়।
৩. পদ্মা প্যাকেজ ড্রিংকিং ওয়াটার (উমিরপুর, ঈশ্বরদী পাবনা) এর স্যাম্পল সংগ্রহ করা হয়, এবং পরীক্ষার
জন্য বিএসটিআই ঢাকা প্রেরণ।
এছাড়াও ভি আই পি চানাচুর (নাজিরপুর খোদাইপুর গোরস্থান, পাবনা ) লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয় ।
উক্ত অভিযানটি জনাব শহিদুল ইসলাম, সহকারী পরিচালক( সিএম ), জনাব মোঃ রায়হানুল হক, ফিল্ড অফিসার (সি এম) এর সমন্বয়ে গঠিত টীম কর্তৃক পরিচালিত হয়।
জনস্বার্থে বিএসটিআই পাবনা এর, এরূপ অভিযান অব্যাহত থাকবে।