লিটন ইসলাম
দিনাজপুর জেলা প্রতিনিধি
২৭/০৩/২০২৫
২২ মার্চ ২০২৫ তারিখ (২১ রমজান), শনিবার বিডি ক্লিন-ঢাকা উত্তরা জোন এর সদস্যদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়।
নিজেদের মধ্যে সোহার্দ ও সর্ম্পক মজবুত করতে সদস্যগণ এমন আয়োজন করে। বরাবরের মতোই বিডি ক্লিন এর সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান এর জন্য একত্রিত হওয়ার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজন করে থাকে ।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন ঢাকা বিভাগের বিভাগীয় সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম।
ঢাকার জেলা সমন্বয়ক মাহফুজুর রহমান এবং শফিকুল রনি!
ঢাকা জেলা সহ: সমন্বয়ক জাহিদুল ইসলাম রকি এবং নুসরাত জাহান সহ আরো অনেকে ।
পুরো আয়োজনটি পরিচালনা করেন ঢাকা উত্তরার জোনাল সমন্বয়ক আবীর হোসেন,
সুমাইয়া আক্তার রিয়া, মোঃ আল-আমিন হোসেন, এবং জোনাল প্রতিনিধি তমাল হোসেন।
আত্মশুদ্ধির এই মাস আসে গুনাহ মাফের সুবর্ণ সুযোগ নিয়ে। তেমনিই নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করে নেয়ার সুযোগও রয়েছে এই মহিমান্বিত মাসে। সাওম যেমন আমাদের শিক্ষা দেয় হারাম পরিহার করার, তেমনি পরিহার হোক সকলের অপরিচ্ছন্ন অভ্যাসগুলো। সু-শৃঙ্খল এক আয়োজনের মাধ্যমে এই বার্তাই তুলে ধরতে চেয়েছে বিডি ক্লিন ঢাকা উত্তরার সদস্যেরা।