মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ), ঢাকা জেলা এর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ইং-০১/১২/২০২৫ তারিখ বেলা ১৪.৪৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ হানিফ (৩৫), পিতা-মৃত আলাউদ্দিন মুন্সী, মাতা-মৃত রওশনারা বেগম, সাং-ডিসি ব্রীজ, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, বর্তমান সাং-নামা শ্যামপুর, শহীদ মোক্তার হোসেন রোড, থানা-কদমতলী, ঢাকা মহানগর, ঢাকা‘কে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-০১/১২/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।