ষ্টাফ রিপোর্টার চট্টগ্রাম :
আজ ৩০ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পটিয়া আনসার ব্যাটালিয়ন (৩৭ বিএন) থেকে মোতায়েনকৃত সদস্যরা চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়াম সেনা ক্যাম্প হতে একটি বিশেষ যৌথ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে সেনাবাহিনী, র্যাব এবং আনসার ব্যাটালিয়নের সদস্যগণ একত্রে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে আনুমানিক বিকাল ১৬:০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন বায়েজিদ বোস্তামী রোড সংলগ্ন একটি বাসা থেকে সুজন বড়ুয়া নামে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সুজন বড়ুয়া ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (KNF)’ এর সক্রিয় সদস্য। বর্তমানে তাকে বায়েজিদ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।