1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোলে পোট থানার বিভিন্ন এলাকায় অভিযানে ১৩ আসামী গ্রেফতার ৪ কেজি গাঁজা উদ্ধার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের যশোর ৮৫ শার্শা-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মফিকুল হাসান তৃপ্তি রাণীশংকৈলে উত্থান একাদশী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত ডিমলায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে কাচা ধান কেটে নিয়ে গেল প্রতিপক্ষ রাজধানীতে ডিবি পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী আটক রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক রাজধানীতে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ গ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতা আটক সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার গুইমারায় নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান, ভোগান্তির শেষ কোথায়— প্রশ্ন উপজেলাবাসীর বদরগঞ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পৌর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বেনাপোলে পোট থানার বিভিন্ন এলাকায় অভিযানে ১৩ আসামী গ্রেফতার ৪ কেজি গাঁজা উদ্ধার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ারাভুক্ত ৭ জন ও নিয়মিত মামলার ৬ জনসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন মহিলা আসামী রয়েছে। পৃথক আর এক অভিযানে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের অহেদ আলী সরদারের ছেলে রহমত আলী (৩৩) একই গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে মোঃ রাজু (২৬), পোড়াবাড়ি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মেছের আলী (৫৫), রঘুনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে হৃদয় হাসান (২১), মানকিয়া গ্রামের মৃত মহর আলী মোড়লের ছেলে মোসলেম মোড়ল (৪৫) একই গ্রামের মোসলেম মোড়লের স্ত্রী আতুয়ারা বেগম (৪০), ধান্যখোলা গ্রামের ফরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), খুলনার তেরখাদা থানার লস্করপুর গ্রামের খবির শরীফের ছেলে হাসমত শরীফ (৩৬), নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাউনিয়া গ্রামের মৃত আনেজ বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস (৩৯), আসলামের স্ত্রী শাহানাজ বেগম (৩৬), একই এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে সিদ্দিক বিশ্বাস (২৪), মনির হোসেন পাটোয়ারির মেয়ে রুমা বেগম (৩২) ও একই থানার মাধবপাশা গ্রামের ওসমান গনির ছেলে তোতা মোল্লা (৫৩)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া জানান, জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে পোর্ট থানার এসআই পবিত্র বিশ্বাস, এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই কাজী জাহিদুল ইসলাম, এএসআই সাজেদুর রহমান, এএসআই আইয়ুব আলীসহ পুলিশের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিওিতে পৃথক এক অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সকালে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট স্থলবন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টার্মিনালে অবস্থানরত বিআরটিসি বাস (ঢাকা মেট্রা-ব-১৫-৬০১৫) হতে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী কৌশলে পালিয়ে যায় এবং অভিযানের একপর্যায়ে উক্ত বাসের বাংকারে তল্লাশী করে একটি নেভিবলু রংয়ের কাধে ঝুলানো স্কুল ব্যাগের মধ্যে খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই প্যাকেটে মোট চার কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট