1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোল স্থলবন্দরে নতুন পরিচালক শামিম হোসেন। - নব দিগন্ত ২৪
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোক্তা অধিকার লঙ্ঘনে করায় সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১ জন ব্যবসায়ীকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটক-১ সলঙ্গায় শিশু শিক্ষার বাতিঘর মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল  খুলনা খালিশপুর আবাসিক এলাকায় পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি আটক ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার শ্যামলাসী ভাড়ালিয়াপাড়া এলাকা হতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ উত্তর রামনাথপুরে অষ্টপ্রহর অনুষ্ঠানে বদরগঞ্জ বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি। ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ডিমলায় এলজিইডির আওতাধীন প্রভাতি প্রকল্পের বাস্তবায়নে চলছে হাটের সেট নির্মাণ কাজ। দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সচেতনতামূলক র‍্যালিঃ খুলনা খালিশপুর থানাধীন নুরনগর এলাকায় ডিবি পুলিশের অভিযানে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধারসহ আটক-১

বেনাপোল স্থলবন্দরে নতুন পরিচালক শামিম হোসেন।

মোশারফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
বেনাপোল স্থলবন্দরে নতুন পরিচালক শামীম হোসেন
মো. শামীম হোসেন
দেশের সর্ববৃহৎ যশোরের বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. শামীম হোসেন। এর আগে তিনি নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে ডিডিএলজি পদমর্যাদায় কর্মরত ছিলেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তার দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) সাহিদা শারমিন।

মো. শামীম হোসেন বেনাপোল বন্দরের সাবেক পরিচালক (অতিরিক্ত দায়িত্বে থাকা) মামুন কবীর তরফদারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একটি প্রজ্ঞাপনে ৪ মাস আগে মামুন কবির তরফদারকে বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি ভোমরা স্থলবন্দরে কর্মরত ছিলেন।

গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক পত্রে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসানকে নৌ পরিবহন মন্ত্রনালয়ের অধিনে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) হিসেবে বদলি করা হলেও তিনি অজ্ঞাত কারণে যোগ দেননি। পরে মো. শামীম হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বন্দরের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে পারেন না অতিরিক্ত বা ভারপ্রাপ্ত পরিচালকরা। কোনো সিদ্ধান্ত নিতে ঢাকার প্রধান কার্যালয়ের দিকে চেয়ে থাকতে হয়। সেখান থেকে দিক নির্দেশনা আসার পর কাজ হয় বন্দরে। এতে দ্রুত বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বাঁধা হয়ে দাঁড়াতো। নতুন দায়িত্ব নেওয়া কর্মকর্তা বাণিজ্য প্রসারে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক হয়ে কাজ করবেন বলে আশা করি।

বন্দর ব্যবহারকারী বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামছুর রহমান জানান, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দরটিতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে স্থল পথে যে আমদানি-রপ্তানি বাণিজ হয়, তার ৮০ ভাগ সম্পাদন হয় বেনাপোল দিয়ে। ২০০২ সালের ১ ফেব্রুয়ারী বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বন্দরটিতে নতুন দায়িত্ব আসা কর্মকর্তা অব্যবস্থাপনাসহ নানা বিষয়ের প্রতি নজরদারি বাড়িয়ে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করবেন বলে তিনি আশা করেন। বন্দরের নতুন দায়িত্ব নেওয়া পরিচালক মো. শামীম হোসেন বলেন, বেনাপোল বন্দরের পুরোনো সহকর্মীরা দায়িত্বশীল। এসব সহকর্মী আর বন্দর ব্যবহারকারীদের সঙ্গে নিয়ে বাণিজ্য সম্প্রসারণে কাজ করব। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। দেশের স্থলপথে যে আমদানি-রপ্তানি বাণিজ্য হয়, তার ৮০ ভাগ হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতি বছর ৫০ হাজার কোটি টাকার আমদানি ও ৮ হাজার কোটি টাকা রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। আমদানি বাণিজ্য থেকে বছরে প্রায় ৭ হাজার কোটি টাকা রাজস্ব আসে সরকারের।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট