মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে প্রতিদিন যানজটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা। কোথায়ও পার্কিং-এর ব্যবস্থা না
থাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী। লাগামছাড়া ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার অবাধ চলাচল, অদক্ষ চালক, যেখানে-সেখানে ইউটার্ন নেয়া এবং যাত্রী ওঠানো-নামানোর কারণে বাড়ছে যানজট। দুর্ভোগ
লাঘবে প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ শহরবাসীর। যদিও পুলিশ বলছে, যানজট কমাতে তৎপর তারা। সরেজমিনে দেখা যায়, মাদারীপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র পুরাণবাজার। জেলার সবচেয়ে বড় মার্কেট এটি। সারি সারি দোকান, তার সামনেই দীর্ঘ যানবাহনের সারি। চাঁনমারি মসজিদ রোড থেকে পুরাণবাজার, আর কাজীরমোড় থেকে মিলন সিনেমা পর্যন্ত প্রতিদিন লেগেই থাকে যানজট। এছাড়া কাঠপট্টি, ইটেরপুল, শকুনী লেকের পূর্বপাড়ের চিত্রও একই রকম। জানা যায়, যাত্রা আরামদায়ক হওয়ায় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই বাহনে চলাচল করেন। গুরুত্বপূর্ণ সড়কের কিছুদূর পরপর গড়ে উঠেছে ইজিবাইক ও রিকশার অবৈধ স্ট্যান্ড। মাত্রাতিরিক্ত এই যানবাহনের কারণে সড়কে অন্য যান চলাচলও ব্যাহত হচ্ছে। ফলে শহরের সবখানেই লেগে থাকছে ইজিবাইক ও রিকশার জটলা। তবে চালকদের দাবি, ফুটপাত দখল হওয়া আর যত্রতত্র মোটরসাইকেল পার্কিং-এ কমছে না এই শহরে।
অবশ্য পুলিশ বলছে, যানজট কমাতে ট্রাফিক পুলিশের
সমন্বয়ে নেয়া হয়েছে নানান উদ্যোগ।
পরিসংখ্যান বলছে, প্রতিদিন মাদারীপুর শহরে ৮-১০
হাজার ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল করে। দিনব্যাপী এভাবেই শহরের বিভিন্ন এলাকায় যানজট লেগেই থাকে। এতে একদিকে বাড়ছে ভোগান্তি, অন্যদিকে হচ্ছে সময়ের অপচয়। শহরের কোথাও পার্কিং ব্যবস্থা না থাকায় এর থেকে মুক্তি মিলছে না বাসিন্দাদের।