ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও বিশেষ মোনাজাত।
সোমবার (৭ এপ্রিল) যোহরের নামাজের পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় এই কর্মসূচি, যেখানে আশপাশের এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, তরুণ সমাজ, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
"এটা শুধুই একটি মিছিল নয়, এটি মানবতার কণ্ঠস্বর"
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় ইমাম, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা ফিলিস্তিনে চলমান গণহত্যা, শিশু ও নারীদের উপর বর্বরতা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বোমাবর্ষণের তীব্র নিন্দা জানান।
তাঁরা বলেন,
"ইহুদি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনের এই দুঃসময়ে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে।"
তরুণদের সরব অংশগ্রহণ, প্ল্যাকার্ডে বার্তা: “Free Palestine”, “Boycott Israel”
মিছিলে অংশ নেন তরুণ, স্কুল-কলেজের ছাত্র, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। হাতে ছিল ব্যানার, ফিলিস্তিনি পতাকা এবং নানা বার্তাসংবলিত প্ল্যাকার্ড
“Stop Killing Innocents”, “Free Palestine”, “Boycott Israel”, “ইসরাইলের বর্বরতা বন্ধ করো”, “মানবতার রক্ষা চাই”।
এক স্থানীয় তরুণ সামাজিক মাধ্যমে লিখেছেন,
“এটা শুধুই একটি মিছিল নয়, এটি মানবতার কণ্ঠস্বর।”
শেষে আবেগঘন মোনাজাতে অশ্রুসিক্ত প্রার্থনা
মিছিল শেষে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিশেষ মোনাজাত। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন ইমাম সাহেব। আল্লাহর দরবারে শান্তি ও রক্ষা কামনায় শতশত মানুষ অশ্রুসিক্ত চোখে হাত তুলে প্রার্থনায় অংশ নেন।
সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার
এই মানবিক উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করে একে সময়োপযোগী ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করছেন।