মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা আজ ৩১ আগস্ট ২০২৫ তারিখ বেলা ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের কর্মস্পৃহা ও গতিশীলতা বৃদ্ধি এবং ভালো কাজে উৎসাহ প্রদান করতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় চুয়াডাঙ্গা জেলায় যোগদানের পর থেকে প্রতিমাসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ, নন-পুলিশ ও আউটসোর্সিং -এ কর্মরত সকল পদমর্যাদার সদস্যদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও অর্থ পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করেন।
তারই ধারাবাহিকতায় মাসিক কল্যাণ সভার বাইরেও বিশেষ ক্ষেত্রে অসামান্য অবদান রাখা সদস্যদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সদর পুলিশ ফাঁড়ি এবং আলমডাঙ্গা থানার চৌকস টিমকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয় আশা প্রকাশ করেন, এই উদ্যোগ জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং সেবার মানোন্নয়নে সহায়ক হবে।