1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মহাখালী এলেকায় অভিযানে ২.৫ মন (১০০ কেজি) গাঁজা ও ৫২ বোতল অবৈধ ভারতীয় মদসহ ২ মাদককারবারী গ্রেফতা। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দপুরে গাছের সাথে গ-লায় ফাঁ-স দিয়ে এক ভ্যান চালকের আ-ত্ম-হ-ত্যা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী জমির জন্য বৃদ্ধের মৃত্যু, আটক ৫। ভারতে পাচারের শিকার ৩৬ কিশোর-কিশোরী সাজাভোগ শেষে দেশে ফিরল তরুণদের সাথে নিয়ে ঢাকার খাল ও নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সাঁতার প্রতিযোগিতায় রেঞ্জ সেরা সাঁতারু যশোর জেলা পুলিশের কনস্টেবল রিপন বিশ্বাস জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের মাদক বিরোধী অভিযানে ০১(এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার-১ জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডিএমপি কমিশনারের প্রতিনিধি দল বর্তমান শ্রমজীবী মানুষের জীবনব্যবস্থা বেরোবিতে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের কমিটি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন, ডিবি কর্তৃক গ্রেফতার ৮

মহাখালী এলেকায় অভিযানে ২.৫ মন (১০০ কেজি) গাঁজা ও ৫২ বোতল অবৈধ ভারতীয় মদসহ ২ মাদককারবারী গ্রেফতা।

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতার ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য ঢাকা মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) এর জোরালো কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক জনাব শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) ও পরিদর্শক জনাব বেলায়েত হোসেন, উত্তরা সার্কেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম গঠন করে ২৭/০৫/২০২৫ ইং তারিখ সকালে মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২.৫ মন (১০০ কেজি) গাঁজা ও বিভিন্ন ব্রান্ডের ৫২ বোতল ভারতীয় চোরাই মদ উদ্ধারপূর্বক ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত আলামত:
(১) পাঁচটি বড় ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিনের উপর কসটেপ দ্বারা মোড়ানো গাঁজা, প্রতি ব্যাগের ভিতর
২০ (বিশ) কেজি করে মোট- (৫x২০)=১০০(একশত)কেজি গাঁজা।
(২) অপর একটি সিনথেটিকের বস্তার ভিতর ২৩(তেইশ)টি প্লাস্টিকের বোতলে, ভারতীয় তৈরী old monk deluxe rum
বিলাতীমদ, প্রতি বোতলে ৭৫০ মি.লি: করে (৭৫০x২৩)= ১৭.২৫০ লিটার।
(৩) একটি সিনথেটিকের বস্তার ভিতর ২৯(ঊনত্রিশ)টি প্লাস্টিকের বোতলে, প্রতি বোতল ৭৫০ মি.লি: করে ভারতীয় তৈরী Mc
dowels no -1 luxury blended whisky নামীয় বিলাতীমদ = ১১(এগারো) বোতল,Ac black pure grain deluxe
whisky, Iconiq white finest international grain whisky, Royal green deluxe blended whisky.

গ্রেফতারকৃত আসামীদের তথ্য:
(১) সৌরভ ঘোষ(২৩), পিতাঃ কার্তিক ষোষ, মাতা: জবা রাণী ঘোষ, স্থায়ী সাং-হালিতলা, থানা-নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
(২) মোঃ শাহিন(৩০), পিতা মোঃ রজব আলী, মাতা- আছিয়া বেগম, গ্রাম- নারায়নতলা, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ।

আসামীদের যেভাবে গ্রেপ্তার করা হয়:

আমাদের কাছে তথ্য ছিল যে একটি চক্র আসন্ন ঈদ উল আযহা’কে কেন্দ্র করে অবৈধ বিদেশী মদ ও অন্যান্য মাদক ঢাকা ও ঢাকার আশেপাশে বিভিন্ন জেলায় সরবরাহের জন্য তৎপরতা চালাচ্ছে। একটি গোপন সূত্র ধরে আমরা সিন্ডিকেটটির সদস্যদের চিহ্নিত করতে সক্ষম হই এবং তাদের গতিবিধি ও কার্যক্রম মনিটরিং করতে থাকি। প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হই যে চক্রের বড় একটি চালান ঢাকার মহাখালী এলাকায় সরবরাহ করবে। সে মোতাবেক আমরা এনা পরিবহণের একটি গাড়ীকে গাজীপুরের পূবাইল থেকে অনুসরণ করতে থাকি এবং বাসটি মহাখালী আসলে বাসটির গতিরোধ করে সন্দেহভাজন ২ জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা উক্ত মাদকের চালানের বিষয়ে সত্যতা স্বীকার করে এবং তাদের দেখানো মতে বর্ণিত আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সুমানগঞ্জের সিমান্ত এলাকা হতে বর্ণিত মাদকদ্রব্য গুলো সংগ্রহ করে সেখানে প্রাথমিক মজুদ করে এবং পরবর্তীতে বিভিন্ন পরিবহণের মাধ্যমে ঢাকা ও ঢাকার আশেপাশে জেলায় তাদের ডিলারদের কাছে উচ্চ মূল্যে সরবরাহ করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা ইতোপূর্বে একাধিক চালান ঢাকায় এনেছে। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদে এ সিন্ডিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাইপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদকে কেন্দ্র করে অবৈধ মদের চোরাচালান: মূলত আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার আশে পাশের জেলার অবৈধ মাদকের বিস্তার ঘটানোর জন্য তারা বর্ণিত মাদকদ্রব্য গুলো উচ্চ মূল্যে সরবরাহ করার তৎপরতা চালাচ্ছিল। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে ৪টি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক পরিদর্শক জনাব বেলায়েত হোসেন বাদি হয়ে বনানী থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট