মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রি. বিকাল ০৩:০০ ঘটিকায় মাগুরা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেডে মাগুরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা,বিপিএম,পিপিএম,মহোদয়ের বদলি উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত অফিসার এবং ফোর্সগণ পুলিশ সুপার মহোদয়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে ওঠে। বক্তব্য প্রদানের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপার মহোদয়ের বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, পুলিশ সুপার মহোদয় একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে মাগুরা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। বক্তারা গুণী এই পুলিশ কর্মকর্তার এহেন মানবিক কর্মকান্ডের ফলে তিনি মাগুরা জেলা পুলিশ এবং মাগুরাবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।”
শেষে পুলিশ সুপার মহোদয় মাগুরা জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক—এ মর্মে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মাগুরা জনাব মোঃ মিরাজুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরা জনাব নিশাত আল নাহিয়ান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।