
মনা নিজস্ব প্রতিনিধিঃ
[ ২৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ]
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥 𝐌𝐚𝐠𝐮𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞
জেলা পুলিশ, মাগুরা এর আয়োজনে পুলিশ অফিস মাগুরা,সম্মেলন কক্ষে আসন্ন কাত্যায়নী পূজা -২০২৫ শান্তিপূর্নভাবে মাগুরা জেলার সকল পূজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মিনা মাহমুদা,বিপিএম,পিপিএম,পুলিশ সুপার, মাগুরা মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন কাত্যায়নী পূজা -২০২৫ উপলক্ষে কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা কাত্যায়নী পূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে মাগুরা জেলা পুলিশ। সাইবার ক্রাইম মনিটরিং সেল্ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার মহোদয়, জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। আসন্ন কাত্যায়নী পূজা-২০২৫ উপলক্ষে পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা; পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।
এ এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিরাজুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব নিশাত আল নাহিয়ান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ, সকল থানার অফিসার ইনচার্জগণ, ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ এবং মাগুরা জেলা এবং উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্ট এর উপযুক্ত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।