মনা নিজস্ব প্রতিনিধিঃবাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ উপলক্ষে আজ ১২অক্টোবর ২০২৫ তারিখ মাগুরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই(নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পরিচালনা বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন জনাব মিনা মাহমুদা,বিপিএম,পিপিএম পুলিশ সুপার, মাগুরা।
এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য জনাব মোঃ মিরাজুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরা ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস, (কোটচাদপুর সার্কেল), ঝিনাইদহ জনাব মো: আমিনুর রশিদ, আরআই, পুলিশ লাইন্স, মাগুরাসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।