
বাতেনুজ্জামান জুয়েল
স্টাফ রিপোর্টার।
মাদারিপুর পুরান বাজার নামক- বড় মসজিদ সংলগ্ন,পুর্ব পাশের, সৌরভ হার্ডওয়্যার থেকে বৃহস্পতিবার রাত ৩:৩০ মি. সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ হার্ডওয়্যার নামক দোকান থেকে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে যায়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে প্রায় ২০টির মতো দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় লোকজন এবং ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রুপ নেয় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন। আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো যানা যায়নি । তবে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।
এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে কিছু লোকের আহত হওয়ার খবর পাওয়া গেলেও প্রাণহানীর কোন তথ্য পাওয়া যায়নি।