মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিমাঠ এলাকায় চুরি করতে গিয়ে তিনজন চোরকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমাঠ এলাকায় একের পর এক ডাকাতি ও চুরির ঘটনা ঘটছিল, যা নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল। গতরাতে একই পাড়ায় চুরির চেষ্টা চালানোর সময় তিনজনকে হাতে-নাতে ধরে ফেলেন এলাকাবাসী।
এ সময় ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ফেলেন এবং ধস্তাধস্তির এক পর্যায়ে একজন চোরের চোখে গুরুতর আঘাত লাগে, ফলে তার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত চোরকে পরে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন এবং বাকিদেরও থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে শিরখাড়া ইউনিয়নের স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসী দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল। পুলিশ বলেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।