মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “আগামীর বাংলাদেশ: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” প্রচার উপলক্ষে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।
সভায় হেলেন জেরিন খান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা আগামীর বাংলাদেশ গঠনের দলিল। এটি দেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণই এই দেশের মালিক। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে ইনশাআল্লাহ বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। জনগণ সুযোগ পেলে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে রায় দেবে। সুদিন আসবেই—শুধু সময়ের অপেক্ষা।”
সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ আর হাওলাদার জুট মিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তিনি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।
এসময় নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড বহন করে শ্লোগান দিতে থাকেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, যুবদল নেতা ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন, রাজৈর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ জাকিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।