মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে আজ ২৩ জুলাই ২০২৫ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক পথসভার আয়োজন করে। দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভায় সরকারবিরোধী বক্তব্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি তার বক্তব্যে বলেন,
“বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করেছে। দেশে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকলকে রাজপথে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেই আমাদের বিজয় নিশ্চিত হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু এবং কৃষক দলের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি পথসভাকে প্রাণবন্ত করে তোলে। বিশেষ করে শিরখাড়া ইউনিয়নের যুবদল সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান সান, বাহাদুরপুর ইউনিয়ন, দুধখালি ইউনিয়ন ও ধুরাইল ইউনিয়নসহ আশেপাশের ইউনিয়ন থেকে অসংখ্য নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করে আগামী দিনের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার করেন।
সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নেতারা কালিকাপুর ইউনিয়নের স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির আন্দোলন ও লক্ষ্যের কথা তুলে ধরেন।