মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সিকিনওয়হাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার বন্ধ হওয়ার পর হঠাৎ একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মসজিদে মাইকিং করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— জানি আলম মাতুব্বরের অটো গ্যারেজ (৪টি ইজিবাইক, ২টি অটোভ্যান ও একটি মোটরসাইকেল), নূর হক মাতুব্বরের স্যান্ডেল দোকান, বাচ্চু কাজীর সার ও কীটনাশকের দোকান, বোরহান মাতুব্বরের ট্রেইলার্স দোকান এবং জাকির মাতুব্বরের মুদি দোকান।
ক্ষতিগ্রস্ত অটো গ্যারেজ মালিক জানি আলম মাতুব্বর জানান, তাঁর গ্যারেজে থাকা ৭টি গাড়ি পুড়ে গেছে এবং এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাচ্চু কাজীর দাবি, তাঁর “মেসার্স সায়মা ট্রেডার্স” দোকান ও মালামাল মিলে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্য দোকানগুলোর ক্ষতির পরিমাণ ২ থেকে আড়াই লাখ টাকার মধ্যে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।”