1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে রাজনৈতিক বিরোধে ফেরিওয়ালা বিএনপি কর্মীর দুই চোখ নষ্ট - নব দিগন্ত ২৪
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
তিন সন্তানের জননী, এক যুবক জনগণের হাতে কট। পটুয়াখালীতে এখন আ.লীগ নাই, সব বিএনপি হয়ে গেছে’ মাদারীপুরের রাজৈর এ গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় একজন নিহত: শিক্ষিকা আহত ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-৬ ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক সাভার বিরুলিয়া রোডে সরকারী টিসিবির পন্য, পিকআপসহ ১ জন চোরাকারবারি গ্রেফতার সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৪ কর্তৃক চোরাই উদ্ধারকৃত ১০৭ কেজি সরকারি টেলিফোন সংযোগে ব্যবহৃত ক্যাবলসহ চোর চক্রের ১ জন সদস্য গ্রেফতার সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের অভিযানে কাপ্তাই রাস্তা মাথায় এলাকায় ২৫ টি অবৈধ যানবাহন আটক ও মামলা প্রদান

মাদারীপুরে রাজনৈতিক বিরোধে ফেরিওয়ালা বিএনপি কর্মীর দুই চোখ নষ্ট

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে ফেরিওয়ালা বিএনপি কর্মী জাকির শেখকে (৫০) ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে দুই চোখ নষ্ট করার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় নতুন শহর এলাকার এক সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার ঘটনার বিচার দাবি করে।

জাকির শেখ সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকার ওয়াজেদ শেখের ছেলে। নয় সন্তানের জনক জাকির জীবিকা নির্বাহ করতেন গ্রামে গ্রামে কসমেটিকস বিক্রি করে। পরিবার দাবি করছে, আওয়ামী লীগের সঙ্গে আপস না করায় রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে জাকিরের স্ত্রী ঝিনুক বেগম জানান, শনিবার রাতে একই ইউনিয়নের আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) ও শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদারকে চোর সন্দেহে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরদিন সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কোহিনুর, কামাল, সজিব, ওমর, শফিকুলসহ কয়েকজন তাদের ঘরে ঢুকে স্বামী জাকিরকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে খেজুর পাতার কাঁটা দিয়ে তার দুই চোখে আঘাত করা হয় এবং চোখ উৎপাটনের চেষ্টা চালানো হয়।

তিনি আরও জানান, জাকিরের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একজন সরকারি কর্মকর্তা জানান, জাকির শেখের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি আর কখনো দেখতে পারবেন না।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “যদি কেউ পূর্ব শত্রুতার জেরে জাকির শেখের চোখ নষ্ট করে থাকে, তবে তাদের আইনের আওতায় আনা হবে। চুরির অভিযোগে কাউকে আটক হলেও তাকে মারধরের সুযোগ নেই। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট