মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয়দের ধাওয়ায় পালিয়েছে একদল চিহ্নিত বালু ব্যবসায়ী। শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত এলাকাবাসী বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে কয়েকটি ট্রলারে করে কুমার নদ থেকে বালু উত্তোলন চলছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সংগঠিত হয়ে ঘটনাস্থলে গেলে মুহূর্তেই ড্রেজার কর্মীরা ট্রলার নিয়ে পালিয়ে যায়। তবে ফেলে যাওয়া একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ড্রেজার মালিক পরিচয় দেওয়া ওবায়দুল ফরাজী স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মাদারীপুরে কর্মরত স্থানীয় সাংবাদিক সোহেল শিকদার তাঁর ফেসবুক পোস্টে জানান, “লাইভে এসে সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ড্রেজার মালিক। বিষয়টি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্ব সহকারে দেখা উচিত।”
এদিকে এ ধরনের প্রকাশ্য হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা। তারা প্রশাসনের প্রতি দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে শিরখাড়া ইউনিয়নের স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, “নদী থেকে অবৈধ বালু উত্তোলন দীর্ঘদিন ধরে চলছে। এলাকাবাসী বারবার বাধা দিলেও কোনো ফল হচ্ছে না। প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ দরকার।”
অপরদিকে, জেলার পরিবেশবাদী সংগঠনগুলো এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"