
মেহেদি হাসান সোহেলঃ স্টাফ রিপোর্টার
মাদারীপুর সদর হাসাপাতাল সংলগ্ন সৈদারবালী এলাকায় রেজাউল ভূইয়া নামে একজনকে সারপ্রাইজ দেয়ার কথা বলে রুমে দরজা আটকিয়ে হত্যা,চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
ভুক্তভোগীর পরিবার জানান,সোমবার রাতে রেজাউল ভূইয়া কে সারপ্রাইজ দিবেন বলে রুমে নিয়ে দরজা আটকিয়ে দেন স্ত্রী।পরে কৌশলে ওরনা দিয়ে হাত ও পা বেঁধে ফেলেন।একপর্যায়ে ওড়না গলায়,পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা চেষ্টা করা হয় তাকে।বিষয় টি বুজতে পেয়ে চিৎকারের চেষ্টা করেন স্বামী রেজাউল ভূইয়া।এসময় ব্লেড বের করে তাকে চিৎকার না করতে ভয় ভীতি দেখান স্ত্রী।এসময় ঘরে থাকা পরিবারের অন্য সদস্যরা জানালার থাই গ্লাসে উঁকি দিয়ে বিষয়টি দেখতে পেলে দরজা ধাক্কিয়ে খুলে রেজাউল ভূইয়া কে উদ্ধার করেন।পরে আহত রেজাউল কে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়।চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয় তাকে।
এদিকে ঘটনার বিষয়ে রেজাউলের শশুর বাড়িতে বিস্তারিত জানানো হলে, বরিশাল থেকে তার বাড়িতে ছুটে আসেন আত্মীয়রা।পরে স্বামীর বাড়ি থেকে বরিশালে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে রেজাউলের স্ত্রীকে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।