মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি মাদারীপুর শাখার পক্ষ থেকে ০৩/০২/২০২৫ ইং সোমবার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্র বিতরণ করা হয়েছে। শাখা ব্যবস্থাপক আহমাদ রাসেলের সভাপতিত্বে শীতবস্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মাদারীপুর শাখার ব্যবস্থাপক মো: মোশারফ হোসাইন, ইকবাল হোসেন, মো: রিয়াদুজ্জামান, প্রমুখ। এ সময় মাদ্রাসার এতিম শিশু, শ্রমিক, দিন মজুরসহ প্রায় দুইশত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্র বিতরন করা হয়।
উল্লেখ্য প্রতিবছর সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সিএসআর কার্যক্রমের আওতায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সমগ্রী, খাদ্য ও শীতবস্র বিতরণ করা হয়।