মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৫ জুলাই ২০২৫ খ্রি. (শনিবার) মাননীয় সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব নাসিমুল গনি মহোদয় নারায়ণগঞ্জ জেলার সার্কিট হাউসে উপস্থিত হলে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অতঃপর জেলা পুলিশের একটি সুসজ্জিত দল মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
অতঃপর “গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” গঠনের প্রত্যয়ের সাথে একাত্মতা পোষণ করে মাননীয় সিনিয়র সচিব মহোদয় বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। অতঃপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ জেলার সকল দপ্তর প্রধানগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব তারেক আল মেহেদীসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।