মনা নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, গণমানুষের আশা-ভরসার নেতা জনাব আমিনুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। আজও বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে মাঠে-ঘাটে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা দলীয় ঐক্য, আন্দোলনকে বেগবান করা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ গ্রহণ করেন।