পিঁয়াজ বুনবো মাঠে,হাসি ফুটবে মুখে
মোঃ আলামীন
টেকেরহাট প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কৃষকরা এবার পিঁয়াজ চাষে খুব আগ্রহী, বর্তমান পিঁয়াজ চাষ একটি লাভ জনক ফসল,মুকসুদপুর থানার উজানী গ্রামের কৃষক মৃনাল বলে,১বিঘা জমি চাষ করতে খরচ হয় ৫০থেকে ৫৫হাজার টাকা, কিন্তু ১বিঘা জমি থেকে পিঁয়াজ পাওয়া যায়, ১০০থেকে ১২০মণ পিয়াজ।তাছাড়া বর্তমান বাজারে পিয়াজের ভালো দাম পাওয়া কৃষকেরা পিয়াজ চাষটাই বেচে নিয়েছে,ঐ কৃষক আরো বলেন সরকারি সহায়তা পেলে আরো সফল ভাবে চাষ করতে পারবো,তাছাড়া আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো।