মনা যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞা এর নেতৃত্বে ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/মোঃ মোফাজ্জেল হোসেন ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ০৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ০৬.৪৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলরোড ফুডগোডাউন এর দক্ষিণ পাশে জনৈক কেসমত বিশ্বাস এর বাড়ীর সামনে হইতে আসামী ১। মোঃ মনিরুল ইসলাম(২৫) ও ২। মোঃ রাব্বি ইসলাম শুভ (৩৫) দ্বয়কে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন।
এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান বাদী হয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করেন।
ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। আসামী মোঃ মনিরুল ইসলাম(২৫) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬ টি মামলা এবং আসামী মোঃ রাব্বি ইসলাম শুভ(৩৫) এর বিরুদ্ধে ১৫ মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
উদ্ধারঃ
১। ০৩(তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, যাহার অবৈধ মূল্য অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ মনিরুল ইসলাম(২৫)
পিতাঃ মোঃ আবুল খালেক
মাতাঃ খালেদা বেগম
সাং-ষষ্ঠিতলা বুনোপাড়া
থানাঃ কোতয়ালী
জেলাঃ যশোর।
২। মোঃ রাব্বি ইসলাম শুভ @ খুড়া শুভ (৩৫)
পিতা-মোঃ রবিউল ইসলাম @ রবি
মাতাঃ মৃত মাবিয়া বেগম
সাং-রেলরোড ফুডগোডাউন এর দক্ষিণ পাশে
থানাঃ কোতয়ালী
জেলাঃ যশোর।