
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ৩০/১১/২০২৫খ্রিঃ বেলা ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন।
এসময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। সাংবাদিকবৃন্দ যশোর জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করে।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় বক্তব্যের শুরুতেই মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। যশোর জেলা পুলিশ নিয়ে তার ভাবনা প্রকাশ করেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।
তিনি বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পন। তাদের মাধ্যম দিয়ে সারা পৃথিবীর মানুষ যশোর জেলা পর্যবেক্ষণ করে। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল হবে। সঠিক তথ্য তুলে ধরতে আহ্বানের পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত যশোর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর, জনাব মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, জনাব মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার, “মনিরামপুর” সার্কেল, যশোর, অফিসার ইনচার্জগণ ও যশোর প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।