
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার সন্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিদের্শক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ শিবু মন্ডল সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ইং-২০/১২/২০২৫ তারিখ রাত্র ০২.৪০ ঘটিকায় ডিএমপি ঢাকার রামপুরা থানাধীন জাকের গলির একটি মেস বাসা হতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ও মার্ডার মামলার আসামী জাহিদ হোসেন ওরফে টাক মিলন এবং মোঃ মাসুদ আক্তার খান বাবু কে গ্রেফতার করে। উক্ত আসামীদ্বয় যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। ধৃত আসামী জাহিদ হোসেন ওরফে টাক মিলনের বিরুদ্ধে অস্ত্র-মাদক-মার্ডার ও চাঁদাবাজি সহ সর্বমোট ১১ (এগার) টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ
১। নামঃ- জাহিদ হোসেন ওরফে টাক মিলন (৫২)
পিতা- শেখ রোস্তম আলী
সাং- পুরাতন কসবা
থানা- কোতয়ালী
জেলা-যশোর।
২। নামঃ- মোঃ মাসুদ আক্তার খান বাবু (৫২)
পিতা- মোঃ শহীদুল্লা খান
সাং- কাগমারী
থানা- বেনাপোল
জেলা- যশোর।