মনা যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে চৌগাছা থানাধীন দশপাখিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ যশোর পুলের হাট সেনা ক্যাম্প হতে সেনাবাহীনির টহল টিম অত্র থানা এলাকায় যৌথ বিশেষ অভিযান পরিচালনাকালে ইং- ০৫/০৮/২০২৫ তারিখ ২২:৫৫ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন ভাদড়া গ্রামের জনৈক রাহাত আলী এর বাড়ির পূর্ব পার্শ্বে ইটের সলিং রাস্তার উপর থেকে মোঃ সেলিম রেজা @ সেলিম (৪১)এর হেফাজত হতে ০১ (এক) টি ষ্টিলের তৈরি বার্মিজ চাকু ও ০১ (এক) টি ককটেল সহ তাকে গ্রেফতার করে । এ বিষয়ে চৌগাছা থানার মামলা নং-০২, তারিখঃ ০৬/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- The Arms Act 1878 এর 19 (f) তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৪/৬ রুজু করা হয়।
আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
আসামীর নাম ও ঠিকানাঃ-
নামঃ- মোঃ সেলিম রেজা @ সেলিম (৪১)
পিতাঃ- মোঃ শামছুর রহমান
মাতাঃ- রাবেয়া বেগম
সাংঃ- ভাদড়া
থানাঃ- চৌগাছা
জেলাঃ- যশোর।