মনা যশোর প্রতিনিধিঃ
চৌগাছা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ)/মেহেদী হাসান মারুফ, এসআই (নিঃ)/মোঃ সলিমুল হক, এসআই (নিঃ)/মোঃ মিজানুর রহমান, এসআই (নিঃ)/উত্তম কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং ১৩/০৭/২০২৫খ্রিঃ বিকালে চৌগাছা থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৭/২০২৫ খ্রিঃ মূলে তদন্তপ্রাপ্ত আসামী মোঃ হাসান (৩৫), কে চাঁদপাড়া বাজার থেকে গ্ৰেফতার করেছে। সে চৌগাছা থানাধীন চাঁদপাড়া গ্ৰামের নাজির হোসেনের ছেলে।
পরবর্তীতে গ্ৰেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে মামলার চোরাই মালামাল বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ ৮০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এসংক্রান্তে গ্ৰেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উদ্ধার-
১।স্বর্ণের চুড়ি ১ জোড়া/রুলি বালা, ২। স্বর্ণের কানের দুল ২ জোড়া, ৩। স্বর্ণের আংটি ৫টি, ৪। স্বর্ণের কানের বেলকুলি ১ জোড়া, ৫। নুপুর ২ জোড়া, ৬।চুড়ি ২ জোড়া (রুপা),৭।আংটি ১টি (রুপা), ৮।কানের রিং ১ জোড়া (রুপা), ৯। রুপার চেইন ১ জোড়া,১০।স্বর্ণের কানের রিং ১ জোড়া ও ১১। নগদ ৮০,০০০/- টাকা।