মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ২০/০৫/২০২৫খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র জেলা ট্রেইনি রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি জনাব রওনক জাহান মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর প্রার্থীদের লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে প্রবেশ পথে সকল প্রার্থীদের চেক করে হলের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়। এরপর তারা ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। যার সময়সীমা ছিল ১ঘন্টা ৩০মিনিট।
লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় ব্রিফিং প্রদান করেন এবং একই সাথে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ উল্লেখ করেন।
তিনি আগামী ২৯ মে পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল শোনার জন্য সকল প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ, অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোসবৃন্দ।