1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ঝিকরগাছা শংকরপুরে খাটবাড়িয়া গ্রামে সন্ত্রাসী ভাড়া করে জমি দখল সংঘর্ষে মহিলা সহ আহত -৬ - নব দিগন্ত ২৪
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ১ জন চাঁদাবাজ আটক সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে তিন লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধারসহ আটক-১ রাজধানীর পল্লবীতে আলুপট্টি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ডিমলায় শহীদ উসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দোয়া অনুষ্ঠিত হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল: ভোরে মিলল আরেক মরদেহ বগুড়ায় স্ত্রীকে হত্যা করে ট্যাংকে লুকিয়েছিল মরদেহ চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১জন আসামী গ্রেফতার চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১জন আসামী আটক সলঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসকদের বিজয় দিবস পালন

যশোর ঝিকরগাছা শংকরপুরে খাটবাড়িয়া গ্রামে সন্ত্রাসী ভাড়া করে জমি দখল সংঘর্ষে মহিলা সহ আহত -৬

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

©মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছার পল্লীতে সন্ত্রাসী ভাড়া করে জমি দখলে নেওয়ার সময় বাধা দেওয়ায় সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের খাটবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলো,খাটবাড়িয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে মোমিন দফাদার (৫৫), তার ছেলে মুন্না (৪০), শওকত দফাদার (৪০), সাবুর আলীর মেয়ে রেহেনা খাতুন (৪৫), আহসান দফাদরের মেয়ে শামসুন্নাহার চায়না ( ৪০) ও শংকরপুর গ্রামের আব্দুল গফ্ফার (৫৫)।

স্থনীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের দফাদার গোষ্ঠীর এক দাগে ৫৪ শতক শরিকের জমির মধ্যে গত ১২ বছর আগে খাটবাড়িয়া গ্রামের মৃত আহসান দফাদারের ছেলে বাবলু ও তার ভাই লাভলু একই গ্রামের মতিয়ার রহমান, ইমান আলী দফাদার ছেলে কাশেম ও ইউনুচ আলীর কাছ থেকে ৩৬ শতক জমি ক্রয় করেন। যা বাকি শরিকের পরিবারের কেউ জানতো না। সেই জমি দখলে নেওয়ার দ্বন্দ্বের জের চলে আসছিলো। এ ব্যাপারে আদালতে একটি মামলা হয়েছে। যা চলমান রয়েছে। ঘটনার দিন বাবলু ও লাভলু দফাদার গোষ্ঠীকে না জানিয়ে সন্ত্রাসী গফ্ফার, শাহাজান, সুমন, তুহিন, আইজুল, লুৎফর, সেলিম, আমিনুর, রফি ও আবুলসহ ৪০/৫০ জনের একটি বাহিনী ভাড়া করে জমি মাপকারী আমিন এনে নিজেদের ইচ্ছে মতে জমি দখল করতে গেলে ওই গ্রামের আমের আলী দফাদরের ছেলে শওকত ও তার ছেলে আশিকুর রহমান ও আব্দুল মোমেন ছেলে মুন্না বাঁধা দেয়। পরে ভাড়া করা সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের মোট ৬ জন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাভলু ও বাবলু তারের বেড়া দিয়ে জোর পুর্বক জমি দখল করেছে বলে জানা গেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য দুই পক্ষকে বলা হয়েছে। এখনো থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট