যশোর ডিবি পুলিশের অভিযানে ৩৩ মামলা ও ১৫ ওয়ারেন্টভুক্ত ছদ্মবেশ ধারণকারী পলাতক আসামি তারেক গ্রেফতার
মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ০৭/০৫/২০২৫খ্রিঃ বেলা ১১.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি),
যশোরের এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজীব, এসআই(নিঃ)/ বিপ্লব সরকার সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা টিম যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে অত্র থানাধীন খড়কি পূর্বপাড়া
(কলেজগেট) এলাকা হতে ৩৩ মামলা ও ১৫ ওয়ারেন্টভুক্ত ছদ্মবেশ ধারণকারী পলাতক আসামি কাজী তারেক @ তরিকুল ইসলাম(৫২)কে গ্রেফতার করে।
তার নামে ০১টি খুন, ০১টি অস্ত্র, ০২টি বিস্ফোরক, ১৯টি মাদক, ০৬টি চোরাচালান সহ ০৪টি অন্যান্য মামলা ও ১৫ টি ওয়ারেন্ড রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করতঃ অস্ত্র-মাদক, চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ চক্র নিয়ন্ত্রন করে আসছিল।
এসংক্রান্তে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
কাজী তারেক @ তরিকুল ইসলাম (৫২), পিতা- জালাল উদ্দিন @ পিয়ারু কাজী, সাং-শংকরপুর(কৃষ্ণবাটি), থানা-কোতয়ালী, জেলা-যশোর।