মনা নযশোর প্রতিনিধিঃ
ইং ০৩/০৫/২০২৫খ্রিঃ রাত অনুমান ২১.৩০ঘটিকায় আসামি মাহিম(২৫), সহ তার অন্যান্য সহযোগী আসামিরা কোতয়ালী মডেল থানাধীন আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি এলাকার একটি পাঁকা রাস্তার উপরে ভিকটিম মোহাম্মদ আলী বক্স(২২) কে ডেকে এনে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনা মোতাবেক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কাটা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ভিকটিমের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে পথচারীরা ভিকটিমকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার পূর্বক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের নির্দেশনা প্রদান করলে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিবের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ০৪/০৫/২০২৫খ্রিঃ রাত ০৩.২০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ধর্মতলার কদমতলা এলাকা হতে মূল আসামি মোঃ মাহিম ইসলাম(২৫)কে আহত অবস্থায় গ্রেফতার করেন।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার একপর্যায়ে আসামি মাহিম তার ডান পায়ের নিচে দায়ের কোপে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মাহিমকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তার দেওয়া তথ্য ও দেখানো মতে ঘটনাস্থলের পাশ থেকে ঘটনার কাজে ব্যবহৃত একটি লোহার হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করে।
এ সংক্রান্তে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ মাহিম ইসলাম(২৫), পিতা- রশিদ গাজী, সাং- কৃষ্ণবাটি, থানা- কোতয়ালী, জেলা- যশোর।
আসামির বিরুদ্ধে এর আগেও কোতয়ালী মডেল থানায় একটি মামলা রয়েছে।
উদ্ধারঃ
১। একটি লোহার তৈরি হাসুয়া।