যশোর ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মুন্না যশোরে গ্রেফতার
মনা যশোর প্রতিনিধিঃ
গত ইং ২৯/০৪/২০২৫খ্রিঃ রাত অনুমান ০৯.০০ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়াগামী স এক্সপ্রেসওয়ের বেজগাঁও যাত্রী ছাউনি এলাকায় নারায়ণগঞ্জ হতে ছেড়ে আসা ঝিনাইদহ গামী একটি ট্রাককে ডাবল কেবিনে আসা একটি আন্তঃজেলা ডাকাত দল সিগন্যাল দিয়ে থামিয়ে দেয় এবং তারা ডিবি পরিচয় দিয়ে ট্রাকের চালক ও হেলপারকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে হ্যান্ডকাপ পরিয়ে দেয় ।
পরবর্তীতে ডাকাত দলটি ট্রাকের মধ্যে মাদক আছে বলে গাড়িটি থানায় নেওয়ার কথা বলে নিয়ে যায় এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে ডাবল কেবিনে উঠিয়ে নেয়।
একপর্যায়ে তাদের নেশা জাতীয় জুস জোর করে খাওয়ায় এবং মুন্সিগঞ্জের একটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে এসংক্রান্তে উক্ত থানায় একটি মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে শ্রীনগর থানা পুলিশ যশোর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং ঘটনার সাথে জড়িত ডাকাত দলের সদস্য যশোর জেলায় অবস্থান করতে পারে মর্মে জানায়।
এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের একটি টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে উক্ত ঘটনার সাথে জড়িত সদস্যকে সনাক্ত করতে সক্ষম হয় এবং সে মোতাবেক তাকে ধরতে অভিযান পরিচালনা করে অদ্য ০৭/০৫/২০২৫খ্রিঃ রাত অনুমান ০২.০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের এসআই(নিঃ)/ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম কোতয়ালী মডেল থানাধীন মন্ডলগাতি এলাকা হতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি মোঃ মুন্না হাসান(৩৫) কে গ্ৰেফতার করে।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে। তারমধ্যে ০৩টি ডাকাতি, ০৫টি চাঁদাবাজি, ০১টি মাদক ও ০১টি অন্যান্য।
- গ্ৰেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ মুন্না হাসান(৩৫), পিতাঃ লেদু মিয়া, সাং-সলুয়া, থানাঃ চৌগাছা, জেলা-যশোর।