মনা যশোর প্রতিনিধিঃ
বর্তমানে পরিবহনের বহুলব্যবহিত যানবাহন হচ্ছে মোটর সাইকেল I
যেখানে এর মাধ্যমে খুব সহজে কোন সময়ে যে কোন জায়গায় যাতায়াত করা যায়।
সাথে পৌঁছে দেওয়া যায় বিভিন্ন পণ্য। এরকম সকল সুবিধার জন্য বর্তমানে পরিবাহনের ক্ষেত্রে “মোটরসাইকেল” এর স্থান প্রথম সারিতে। এছাড়া বর্তমানে কমবেশি সকল তরুণেরই স্বপ্ন নিজের একটি মোটরসাইকেল কেনা।
তবে মোটরসাইকেল কেনার আগে এর সার্ভিসিং সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, সার্ভিসিং এর উপর মোটরসাইকেল এর অনেককিছুই নির্ভর করে। তাই জানতে হবে, মোটরসাইকেল সার্ভিসিং এর সকল প্রয়োজনীয় তথ্য। সার্ভিসিং সম্পর্কে সকল দুঃশ্চিন্তা দুর করতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বুকে এই প্রথম চালু হলো অত্যাধুনীক মোটরসাইকেল সার্ভিস সেন্টার “বাইক ওয়ার্ল্ড”।
সোমবার(১সেপ্টেম্বর) বিকালে পবিত্র মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে “বাইক ওয়ার্ল্ড” এর শুভউদ্বোধণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–যশোর জেলা ছাত্রদলের সম্পাদক-কামরুজ্জামান বাপ্পি,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌরছাত্রদল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফ সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“বাইক ওয়ার্ল্ড” এর স্বত্বাধিকারী মো. মারুফুল ইসলাম বলেন, আমরা আমাদের মোটরসাইকেল সার্ভিস নিয়ে অনেক বেশি ভাবনায় থাকি। কারণ, আমাদের দেশে ভালো সার্ভিস সেন্টার ও টেকনিশিয়ান খুজে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সার্ভিসিং এর চার্জ বেশি রাখা হয় অথবা পার্টসের স্বল্পতা দেখা দেয়। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু সার্ভিস সেন্টার রয়েছে যারা মানসম্মত সার্ভিস দিয়ে থাকে।
এই সকল সার্ভিস সেন্টারের মধ্যে অন্যতম জনপ্রিয় সার্ভিস সেন্টার হচ্ছে “বাইক ওয়ার্ল্ড” সার্ভিস সেন্টার। অথোরাইজড সার্ভিস সেন্টার ছাড়া বাইরে থেকে সার্ভিসিং করানোর সময় আমাদের সবচেয়ে যেই বিষয়টি ভাবায় সেটি হচ্ছে বিশ্বস্ততা। কারণ মোটরসাইকেল আমাদের অনেক প্রিয় বস্তু তাই সঠিক ভাবে সার্ভিস নিয়ে আমাদের চিন্তা থাকে। ঠিক এখানেই “বাইক ওয়ার্ল্ড” অনেক বেশি বিশ্বস্ত। আপনি নিঃসন্দেহে আপনার বাইকটি এখান থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন।
“মানসম্মত মোটর সাইকেল সার্ভিসিং এর ক্ষেত্রে বেনাপোলের বুকে এই প্রথম সুদক্ষ কারিগর দ্বারা আমরাই চালু করেছি অত্যাধুনিক “বাইক ওয়ার্ল্ড” মোটর সাইকেল সার্ভিস সেন্টার। এছাড়াও সকল প্রকার মটর সাইকেলের অরজিনাল পার্টস ও লুব্রিকেন্টস পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়।
অপরদিকে, আমাদের অন্য একটি বিষয় ভাবতে হয় যেটি গুরুত্বপূর্ন সেটি হচ্ছে খুচরা যন্ত্রাংশ(স্পেয়ার্স পার্টস)। তো, আপনার প্রিয় বাইকটির সার্ভিসের সময় যদি কোন পার্টসের দরকার হয় “বাইক ওয়ার্ল্ড” এ আপনি সকল প্রকার পার্টস পেয়ে যাবেন।
এরপর আমাদের বাইক সার্ভিসের ক্ষেত্রে অভিজ্ঞ টেকনিশিয়ানের দরকার পরে, “বাইক ওয়ার্ল্ড” অন্যতম একটি সার্ভিস সেন্টার যাদের অভিজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ানের একটি টিম রয়েছে যারা অনেক যত্ন নিয়ে সার্ভিস করে থাকেন।
“বাইক ওয়ার্ল্ড” এর অবস্থানঃ- বেনাপোল পৌরবাস টার্মিনাল সম্মুখস্ত বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন এম এস হক সুপার মার্কেটের নীচতলায়। এর সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন-রিয়াজুর রহমান ভূট্ট।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অংশ নেন- যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি- মজনু হুসাইন, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সাগর, যশোর এম এম কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক- হাসান ইমাম,যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ সাদ্দাম হোসেন, শরীফ ইসলাম, যশোর জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক- সানি আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব- পিকুল আহমেদ, ঢাকা মহানগর ছাত্রদল দক্ষিণের সাবেক সহ সাধারণ সম্পাদক- জুয়েল রানা, যশোর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ডাক্তার সিরাজ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব- সবুজ হোসেন খান, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব- ওমর ফারুক ও শহীদ ইসলাম।