মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আগামী ২০২৬ সালের জাঁকজমকপূর্ণ ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাতের প্রস্তুতি হিসেবে বেনাপোল পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য ৪ হাজার ফিট কার্পেট হস্তান্তর করা হয়েছে।
গত ঈদুল ফিতর ও ঈদুল আযহায় বেনাপোলের ঐতিহ্যবাহী বল ফিল্ড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অল্প পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। সেখানে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া এবং পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করেন।
তবে সেই সময়ে মাঠে সামিয়ানার ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত জায়নামাজের অভাব দেখা দেয়। এ অবস্থায় বেনাপোল পৌরবাসী ও ঈদগাহ কমিটি, পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জায়নামাজ সরবরাহের আবেদন করেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ১৪ নভেম্বর সকালে ১৬০ ফিট দীর্ঘতার ২৫ পিস কার্পেট (মোট ৪,০০০ ফিট) ঈদগাহ কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, সদস্য মো. আব্দুল মান্নান, মোস্তাক আহমেদ মাকম, মাওলানা মোহাম্মদ আনোয়ারুল কবির, মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বেনাপোল পৌরবাসী আশা প্রকাশ করেছেন। এ অবস্থায় আগামী ঈদে বৃহত্তর পরিসরে ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সুন্দরভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, বলে আশা প্রকাশ করেছেন পৌরএলাকা বাসী।