মনা যশোর জেলা প্রতিনিধিঃ
অদ্য ০২ ডিসেম্বর, ২০২৫,
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় যশোরের বেনাপোলে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর আয়োজনে বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াছিন এতিমখানায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ধর্মীয় আয়োজনে দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে হাফেজদের নিয়ে পবিত্র কুরআন তিলাওয়াত ও খতম পরিচালনা করা হয়। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে দেশনেত্রীর সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।