মনা যশোর জেলা প্রতিনিধিঃ
হাজী মোহাম্মাদউল্ল্যাহ সুপার মার্কেটে অবস্থিত বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার (BMDC) তাদের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি বেনাপোল ও আশপাশের মানুষের নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে কাজ করে আসছে।
২৯শে নভেম্বর শনিবার ১১ ঘটিকায় নিজস্ব চেম্বারে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সূরা আশ-শুআরার (২৬:৮০) আয়াত
“আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন।” পাঠ করা হয়। পরে রাসূলুল্লাহ (সা.)-এর হাদিস—
“তোমরা চিকিৎসা গ্রহণ করো। তবে জেনে রেখো, রোগমুক্তি একমাত্র আল্লাহ তাআলার হাতে।” উদ্ধৃত করে চিকিৎসা সেবার মানবিকতা ও ধৈর্যের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল মজিদ, ডা. আব্বাস উদ্দিন, মুফতি আলমগীর হোসাইন, ডা. নওরিন পলি, যশোর মাতৃ সেবা ক্লিনিকের মনিরুল ইসলাম, ডা. আব্দুর রাজ্জাক, ডা. নজরুল ইসলাম, ডা. আব্দুল বারীসহ আরও অনেকে।
বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইব্রাহীম শেখ রুবেল বলেন—
“মানুষের বিশ্বাস ও ভালোবাসায় আমরা আজ ১০ বছরের এই মাইলফলকে পৌঁছেছি। ভবিষ্যতে আরও আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে BMDC নিরন্তর কাজ করে যাবে।”
দোয়া মাহফিলে ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য, সংশ্লিষ্টদের কল্যাণ এবং রোগীদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সেবা কর্মীদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। শেষে কেক কাটা, ও সকলের মাঝে খাবার বিতরণ সহ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।