মনা যশোর প্রতিনিধিঃ
যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ চয়ন হোসেন (২০) নামে এক যুবক নিহত এবং অপর মোঃ শাহিন (১৮) নামে এক তরুণ আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮টা সময় বেনাপোল পৌর বাস টার্মিনালের সামনে। মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়।
এ দুর্ঘটনায় বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রামের গ্রামের মোঃ মুকুল হোসেনের ছেলে, মোঃ চয়ন হোসেন নিহত এবং বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের মোঃ শাহজালালের ছেলে, মোঃ শাহিন গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হলে তাদের দ্রুত উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক চয়ন হোসেন কে মৃত ঘোষণা করেন।
পরে আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত ট্রাক (নং: যশোর-ট-১১-৫৯০২) এবং মোটরসাইকেল জব্দ করেছে। তবে ট্রাক চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।