মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবিদ হাসান নামে এক যুবককে আটক করেছে। রোববার দুপুরে শহরতলীর খোলাডাঙ্গার গাজীপাড়া থেকে তাকে আটক করা হয়। আবিদ হাসান একই এলাকার রুহুল আমিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তারা রুহুল আমিনের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তার ছেলে আবিদ হাসানকে আটক ও তাঁর স্বীকারোক্তিতে ঘর থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আটক আবিদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন।