মনা যশোর প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার ২৫শে সেপ্টেম্বর ২০২৫, যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ১ নং ওয়ার্ডের নিকিরি পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সাংসদ জনাব মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ থাকে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।”
এ সময় তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে উৎসব পালন করতে পারেন, তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন বিএনপি নেতাকর্মীদের।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমেদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা তাইজেল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, শার্শা উপজেলা বিএনপি নেতা ও সহ-সভাপতি আব্দুল মোনায়েম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, মহিলাদল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।