1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অভিযানে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেমিক আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের যশোর ৮৫ শার্শা-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মফিকুল হাসান তৃপ্তি রাণীশংকৈলে উত্থান একাদশী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত ডিমলায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে কাচা ধান কেটে নিয়ে গেল প্রতিপক্ষ রাজধানীতে ডিবি পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী আটক রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক রাজধানীতে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ গ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতা আটক সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার গুইমারায় নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান, ভোগান্তির শেষ কোথায়— প্রশ্ন উপজেলাবাসীর বদরগঞ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পৌর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অভিযানে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেমিক আটক

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ঘটনা ও গ্রেফতারের বিবরণ:
মামলার বাদী অবসরপ্রাপ্ত সেনা সদস্য কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, গত ইং ২১/০২/২০২৫খ্রিঃ তার বড় মেয়ে ভুক্তভোগী নারীর বিবাহের পর কোন অজ্ঞাতনামা ব্যক্তি ষড়যন্ত্রমূল ও পরিকল্পিতভাবে একটি হোয়াটসঅ্যাপ ও একটি ফেক ফেসবুক আইডি’র মাধ্যমে ভুক্তভোগী নারীর এডিটকৃত বিভিন্ন ধরনের অশ্লীল ছবি ও ভিডিও তার শ্বশুর বাড়ি সহ নিকট আত্মীয় স্বজনদের কাছে ছড়িয়ে সামাজিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং গত ইং ০৩/০৩/২০২৫খ্রিঃ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাদীর জামাই ভুক্তভোগী নারীর স্বামীর নিকট এডিটকৃত অশ্লীল ছবি ও ভিডিও পাঠায় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন পূর্বক হুমকি দেয় যে উক্ত ছবি ও ভিডিও যশোর সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভাইরাল করে দিবে। বাদী আশঙ্কা করেন যে ভবিষ্যতে হয়তো বিবাদী তার মেয়ের আরো বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।

বাদীর এমন অভিযোগের ভিত্তিতে জেলার সম্মানিত পুলিশ সুপার ( সাময়িক দায়িত্বে) বিষয়টি গুরুত্বসহকারে দেখেন এবং তদন্তের ভার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের উপর অর্পণ করেন।

এরই ধারাবাহিকতায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের এসআই(নিঃ)/ শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম অদ্য ০৬/০৩/২০২৫ খ্রিঃ ভোর ০৬.২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাঘা থানাধীন কলিগ্ৰামে আসামি মোঃ শান্ত ইসলাম(২২) এর নিজ বসত বাড়ির শয়নকক্ষ হতে তাকে গ্ৰেফতার করেন। এসময় আসামির হেফাজত হতে একটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী নারী ও আসামি শান্তর প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এবং পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তারা একাধিকবার যশোরের বিভিন্ন স্থানে দেখা করে এবং আসামি শান্ত সুকৌশলে ভুক্তভোগী নারীর সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখে।

এর কিছুদিন পর তাদের মধ্যেকার প্রেমের সম্পর্ক ভেঙ্গে যায় এবং ভুক্তভোগী নারীর বিভিন্ন জায়গা হতে বিয়ের সম্বন্ধ আসতে থাকে।

এমন অবস্থায় আসামি শান্ত ফেসবুকে একটি ফেক আইডি খুলে ভুক্তভোগী নারীকে দেখতে আসা পাত্রপক্ষের নিকট মিতুর অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভেঙ্গে দেয়।

পরবর্তীতে ভুক্তভোগী নারীর বিয়ে হয়ে গেলে আসামি শান্ত উক্ত ছবি ও ভিডিও তার স্বামীর নিকট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।

আসামিকে জিজ্ঞাসাবাদ ও তার হেফাজত হতে উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এই সংক্রান্তে ভুক্তভোগী নারীর বাবা এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-২১, তাং-০৬/০৩/২০২৫খ্রিঃ ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ শান্ত ইসলাম (২২), পিতা- মোঃ আলী হোসেন ভুলু, সাং- কলিগ্ৰাম, থানা- বাঘা, জেলা- রাজশাহী।

উদ্ধারকৃত আলামতঃ
১। ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড I

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট