মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২১/০৭/২০২৫খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে জুন ও জুলাই/২০২৫খ্রিঃ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তিনি মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহারে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে বলেন।
উদ্ধার ও হস্তান্তরঃ
১। ৫২ টি মোবাইল উদ্ধার,
২। ০৮টি ইমো আইডি রিকভারি,
৩। ১৫টি whatsapp আইডি পুনরুদ্ধার,
৪। নগদ/বিকাশে টাকা উদ্ধার ২,৭৫,০০০/=
৫। ২৫ জন ভিকটিম উদ্ধার,
৬। অস্ত্র উদ্ধার পূর্বক মামলা রুজু ও ০৪ জন আসামী গ্রেফতার,
৭। রিয়াল প্রতারক সনাক্তপূর্বক ৮০,০০০/- (আশি হাজার টাকা), ০১টি মোটরসাইকেল ও ০৪ জন আসামী গ্রেফতার।
সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকুন।
ধন্যবাদ।